প্রাণপ্রিয় মা কে হারালেন ক্রিকেট দুনিয়ার সেরা টপস্পিনার রশীদ খান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। আফগানিস্তানের এই স্পিনার গতকাল নিজের টুইটার পেজে খবরটি নিশ্চিত করেন। নট আউট পরিবারের পক্ষ থেকে তার প্রতি সমবেদনা রইল।
গত শুক্রবার ১২ জুন রশীদ টুইটারে নিজের মা এর অসুস্থতার কথা জানান এবং তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। তার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
মায়ের মৃত্যুর খবরটি জানিয়ে রশিদ লিখেন, ‘গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার মা আর নেই। আমি আর কখনও তার দোয়া ও শুভকামনা পাব না। আমি ও আমার পরিবার কঠিন এবং খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তার আত্মাকে শান্তিতে রাখেন।’
ওপারে ভালো থাকুন প্রিয় রশীদ খানের মা।