চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ ডিসেম্বর প্রথমবারের মতো অজিদের বিপক্ষে টেস্ট খেলতে নামবে আফগানরা। ম্যাচের ভেন্যুও হয়েছে চূড়ান্ত, অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
আইসিসির এফটিপি সূচি অনুযায়ী চলতি বছরের নভেম্বরে আফগানিস্তান দলের অস্ট্রেলিয়া সফরের কথা ছিলো। কোভিট-১৯ বিস্তার লাভ করায় সফরটি নিয়ে দেখা দিয়েছিলো সংশয়ের। আলোচনার টেবিলে অবশেষে দু বোর্ডই সমঝোতায় পৌঁছেছে। তবে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্ট পিছিয়ে প্রায় তিন সপ্তাহ। ডিসেম্বরের ৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচটি। অবশ্য ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকইনফোর' বরাতে জানানো হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সমঝোতার মাধ্যমে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। দুই দেশের ক্রিকেট বোর্ড ম্যাচটি নিয়েও বেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরেই প্রথমবার অজিদের বিপক্ষে টেস্ট খেলতে নামবে আফগানরা।