স্পেশাল করেসপন্ডেন্টঃ গত বছরই রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছিল ভারতের মহারাষ্ট্রের নিরাপদ সড়ক বিভাগ। যার শুভেচ্ছা দূত কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সড়কে দুর্ঘটনা কমানো এবং মানুষকে সচেতন করাই টুর্নামেন্টের উদ্দেশ্য।
করোনার কারণে গত বছর প্রথম আসরটি শেষ হয়নি। চার ম্যাচ পরই স্থগিত হয়েছিল ৫ দলের টুর্নামেন্ট। আগামী ২-২১ মার্চ ভারতের রায়পুরে প্রথম আসরের বাকি অংশ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে অংশ নিবে ‘বাংলাদেশ লেজেন্ডস’।
দলটির হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি ভারতে যাবেন তারা। দলে সুজনসহ রফিক, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ শরীফ, রাজিন সালেহ, খালেদ মাসুদ পাইলটরা খেলবেন।
করোনায় ভ্রমণ বিষয়ক জটিলতার কারণে অস্ট্রেলিয়া লেজেন্ডস এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। ইতোমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি। তাদের জায়গায় খেলবে বাংলাদেশ লেজেন্ডস। এছাড়া টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে ইংল্যান্ড লেজেন্ডস। স্বাগতিক ভারত ছাড়া অন্য তিন দল হচ্ছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস।
-নট আউট/এমজেএ/টিএ