ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারলেও চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরে কোহলির ভারত। সিরিজের বাকি দুই টেস্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে প্রথম দুই টেস্টের স্কোয়াড থেকে খুব একটা বদল হয়নি বাকি দুই টেস্টের স্কোয়াডে।
প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকা শার্দুল ঠাকুর বাদ পড়েছে শেষ দুই টেস্টের দল থেকে। যদিও প্রথম দুই টেস্টের একটাতেও সেরা একাদশে ছিলেন না শার্দুল। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার উমেশ যাদবকে। যদিও অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া উমেশ এখনো ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিট না। তবে ফিটনেস টেস্টে পাশ করতে পারলে একাদশে ডুকার সম্ভাবনা রয়েছে এই পেসারের।
সিরিজের প্রথম দুটি টেস্টে চেন্নাইয়ে অনুষ্ঠিত হলেও বাকি দুটি টেস্টে অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। যার মধ্যে তৃতীয় টেস্ট হবে দিবারাত্রির। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে। সিরিজের চর্তুথ ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ থেকে।
ভারতের টেস্ট স্কোয়াডঃ বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋশভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ইশান্ত শর্মা, জাশপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
-নট আউট/টিএ