আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে জিম্বাবুয়ে জাতীয় দল। সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দলে খুব একটা চমক না থাকলেও বাদ পড়েছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেটার।
দীর্ঘদিন পর জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন তারিসাই মুসাকান্দা। এছাড়া দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্লকেও। অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েসলে মাধুভেরেকেও রাখা হয়েছে দলে।
তবে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ব্রেন্ডন টেলর এবং ক্রেগ এরভিনের। মূলত অসুস্থতার কারণে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। তাই তাদেরকে রাখা হয়নি স্কোয়াডে।
সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২ মার্চ থেকে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ থেকে। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিবে দু'দল। সবগুলোই ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াডঃ শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, কেভিন কাসুজা, ওয়েসলে মাধুভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভাউরে, ব্রেন্ডন মাভুতা, তারিসাই সাসুকান্দা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাম্বানি, রিচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি এবং ডোনাল্ড ত্রিরিপানো।
-নট আউট/টিএ