স্পেশাল করেসপন্ডেন্টঃ আইপিএলে খেলবেন বলে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন সাকিব আল হাসান। কেকেআরের হয়ে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছুটি চেয়েছেন তিনি। বিসিবিও তার ছুটি মঞ্জুর করেছে। তবে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার কারণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই নাও হতে পারে সাকিবের। বিশেষ করে টেস্টের চুক্তিতে তার না থাকাটা প্রায় নিশ্চিত।
চলতি বছরে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেনি বিসিবি। আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের অবস্থান ঠিক হবে আজ সোমবার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ নিউজিল্যান্ডগামী দলের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করবেন। যেখানে সাকিবের চুক্তির বিষয়টি উঠবে। এবং তাকে লাল বলের চুক্তিতে রাখার সম্ভাবনা খুবই।
বিসিবির বিশ্বস্ত সূত্র জানা গেছে, নির্বাচকরা ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করেছেন। সেখানে সাকিবের নাম সুপারিশ করেননি তারা। সূত্র আরও জানায়, বোর্ড সভাপতির কাছেও নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরবেন নির্বাচকরা। এমনকি কেন্দ্রীয় চুক্তিতেই সাকিবকে না রাখার পক্ষে তিন নির্বাচক। কারণ টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয়ার মধ্য দিয়ে এ বাঁহাতি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলবেন না। তাই নির্বাচকরা বরং তরুণদের সুযোগ দিতে চান।
সাধারণ প্রতি বছর চুক্তির তালিকা তৈরি করা হয় আগের বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে। গত বছর মাত্র দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ।
টেস্ট থেকে ছুটি নেয়ার পর কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের অবস্থান জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘যেহেতু আমাদের বোর্ড সভা এখনও হয়নি। তবে আমরা কাল এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিব।’
- নট আউট / এমজেএ