স্পেশাল করেসপন্ডেন্টঃ আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফরের টেস্ট থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তার মতোই আইপিএলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপিতে তাকে কিনেছে রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগের আগে বাঁহাতি এ পেসার আজ বলেছেন, তার কাছে আগে দেশ, পরে আইপিএল। শ্রীলঙ্কা সফরের দলে থাকলে তিনি টেস্ট খেলবেন, নির্বাচকরা দলে না রাখলে আইপিএল খেলবেন।
মঙ্গলবার বিমানবন্দরে যাওয়ার আগে আইপিএল খেলার বিষয়ে সাংবাদিকদের মুস্তাফিজ বলেছেন, ‘বিসিবি আমার উপরেই ছেড়ে দিয়েছে। আমার কথা হলো ওইসময় তো শ্রীলঙ্কা সিরিজ যদি আমাকে টেস্টে রাখে তাহলে আমি টেস্ট খেলব, যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো।’
দেশের টেস্টকে প্রাধান্য দিবেন জানিয়ে বাঁহাতি এ পেসার বলেছেন, ‘সবার আগে আমার দেশের খেলা প্রথম। যদি দলে নির্বাচিত না হই, যদি বিসিবি ছাড়ে তাহলে খেলব (আইপিএল)।’
এর আগে সোমবার বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছিলেন মুস্তাফিজ। সেখানে এ ক্রিকেটারের উপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছিলেন বোর্ড সভাপতি। একদিন পরই মুস্তাফিজ জানালেন, দেশের টেস্টকেই অগ্রাধিকার দিবেন তিনি।
- নট আউট/এমজেএ