স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে উড়াল দেন তামিম-মাহমুদউল্লাহরা। এ সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলবে বাংলাদেশ দল।
নিউজিল্যান্ডের কন্ডিশনে এখনও কোনো জয় নেই বাংলাদেশের। এবার সাত পেসার নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে টাইগাররা। তাই একাদশে লড়াইটা হবে জমাট। মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তার ভাবনায় শুধু একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেয়া।
দুপুরে বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর স্টেডিয়ামে পেসারদের প্রতিযোগিতা নিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘না এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা বেটার মনে হবে সেটাই হবে। তবে ইনশা আল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
কন্ডিশন পেসারদের অনুকূলে থাকবে, সাইফউদ্দিন গুরুত্ব দিচ্ছেন নিজের লাইন, লেন্থের উপর। এ পেস বোলিং অলরাউন্ডার মঙ্গলবার বলেছেন, ‘অবশ্যই, আপনি যদি ভালো করেন যেকোন কন্ডিশনে, যে কোন উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন এবং লেন্থে করতে না পারেন তাহলে খারাপ হেব স্বাভাবিক। যেটা হবে আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো।’
-নট আউট/এমজেএ/টিএ