পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরে মাত্র দুই ম্যাচ খেলেই বিদায় নিলেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ঘরের মাটিতে আসন্ন লঙ্কা সিরিজকে সামনে রেখে ও.ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন গেইল। তাই পিএসলের চলতি আসরে আপাতত গেইলকে পাচ্ছেনা কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস।
পিএসলের ষষ্ঠ আসর শুরু হয়েছে তিনদিন আগে। এর মাঝেই টুর্নামেন্টে দুটি ম্যাচেই খেলে ফেলেছে গেইলের দল কোয়েট্টা। দুই ম্যাচে গেইলরা হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন গেইল। তবে দুই বছর পর জাতীয় দলে ফেরা গেইল আসর অসমাপ্ত রেখেই ফিরলেন দেশে। সিরিজ শেষে আবারো পিএসএলে যোগ দেওয়ার কথা রয়েছে গেইলের।
গেইল বলেন, ‘পুরো মৌসুমেই খেলতে চেয়েছিলাম। পিএসএল ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। এখানে দাপট দেখিয়ে ভক্তদের বিনোদন দিতে চেয়েছিলাম। এবার আর হলোনা, তবে আবারো লাহোরে এসে খেলার জন্য মুখিয়ে থাকবো। টুর্নামেন্ট মাত্র তো সবে শুরু হলো। আশা করি প্রথম দুই ম্যাচ ভুলে দল আবারো ঘুরে দাঁড়াবে।’
চলতি পিএসএলে ব্যাট হাতে উইলোবাজি করেছিলেন গেইল। প্রথম ম্যাচে ৩৯ রান করা গেইলের ব্যাট থেকে দ্বিতীয় ম্যাচে এসেছে ৬৮ রান। তবে গেইলের ব্যাট হাসলেও দুইটা ম্যাচ হার নিয়ে মাঠ ছাড়ে তার দল কোয়েট্টা।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ৮ মার্চ। অন্যদিকে পিএসএলের লিগ পর্বের ম্যাচ চলবে ১৬ মার্চ পর্যন্ত। তাই কোয়ারেন্টিন জটিলতায় গেইলের খেলা হবেনা লীগ পর্বের ম্যাচে। তবে তার দল কোয়ালিফাই করলে গেইলের সামনে সুযোগ থাকবে চলতি আসরেই মাঠে নামার।
-নট আউট/টিএ