স্পেশাল করেসপন্ডেন্টঃ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ছয়বার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ। এত বছরেও জয়ের দেখা পায়নি। এবারও দুই ফরম্যাটে স্বাগতিকদের কাছে ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। রীতিমতো বিধ্বস্ত হয়েছে বললে ভুল হবে না। দ্বিতীয় ওয়ানডে ও দ্বিতীয় টি-২০ তে কিছুটা সুযোগ এসেছিল জয়ের, কিন্তু তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আজ তৃতীয় টি-২০ তেও ৬৫ রানে হেরেছে সফরকারীরা।
সব ম্যাচ হারের সিরিজটা দ্রুত ভুলে যেতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। আজ ইনজুরির কারণে ম্যাচ না খেললেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটা বলেছিলেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আপনি যখন ৭৬ রানে অল আউট হবেন, তখন সেখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার থাকে না। আমার মনে হয় আমরা সিরিজজুড়ে আমাদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা এখানে আগে এসেছি, নিজেদের প্রস্তুত করেছি, কুইন্সটাউনে ভালো একটি ক্যাম্প করেছি, ছেলেরা কঠোর পরিশ্রম করছিল, জিমে কাজ করছিল, কিন্তু আমরা মাঠে সেটি দেখাতে পারিনি।’
হতাশা না লুকিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশাজনক। কিন্তু তারপরও আমাদের এই সিরিজ থেকে কিছু বের করতে হবে যা নিয়ে আমরা পরের সিরিজের জন্য কাজ করতে পারব। এবং অবশ্যই আমরা এই সিরিজটি ভুলতে চাইবো। কারণ আমরা এখানে এসেছিলাম কিছু অর্জন করতে কারণ আমরা এখানে আগে কখনও কিছু করতে পারিনি। কিন্তু আমরা মুখিয়ে ছিলাম এই সফরে প্রতিযোগিতার জন্য কিন্তু আমরা কিছু করতে পারিনি।’
তিন বিভাগে সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। টি-২০ অধিনায়ক বলেছেন, ‘বিষয়টি হচ্ছে আমরা জানতাম এটি কঠিন হবে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারোরই খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে উড়ন্ত ফর্মে থাকা তাদের হারাতে। কিন্তু আমরা তা করতে পারিনি।’
-নট আউট/এমজেএ/টিএ