নট আউট ডেস্কঃ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত বছর শ্রীলঙ্কা সফর করার কথা ছিল টাইগারদের। তবে শেষ অব্ধি আলোর মুখ দেখেনি সিরিজটি। এরপর বেশ কয়েকবার দুই বোর্ডের মাঝে সফর নিয়ে হয়েছে চিঠি চালাচালি। শেষ পর্যন্ত দুই বোর্ডের সমঝোতায় ফের আলোর মুখ দেখে সিরিজটি। তবে শেষ মুহূর্তে এসে সফরটি নিয়ে আবারো তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সব ঠিক থাকলে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল লঙ্কার বিমান ধরার কথা ছিলো মুমিনুল হকের দলের। শ্রীলঙ্কা পৌঁছে ৩ দিনের কোয়ারেন্টিনের পর্ব শেষে মাঠের অনুশীলনের সুযোগ পেতো টাইগাররা। তবে করোনার প্রকোপ বাড়ায়, শ্রীলঙ্কার স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নিয়মে তৈরি হয়েছে জটিলতা। যেখানে ৩ দিনের পরিবর্তে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে অন্তত ১৪ দিন।
এদিকে সফর সূচি চূড়ান্ত হলেও করোনার বর্তমান পরিস্থিতি এবং আসন্ন লকডাউনের পর খেলোয়াড়দের সঙ্গে ফের আলোচনায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গনমাধ্যমকে এমটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফর ইস্যুতে আবারো আলোচনায় বসবে বোর্ড। এরপর খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
-নট আউট/টিএ