নট আউট ডেস্কঃ চোট যেন পিছুই ছাড়ছে না পাক অলরাউন্ডার শাদাব খানের। কুঁচকি, হ্যামস্ট্রিংয়ের পর এবার পায়ের আঙুলের চোটে পড়েছেন এই অলরাউন্ডার। ফলে দক্ষিণ আফ্রিকায় চলমান সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়। শাদাবের বাঁ পায়ে চিড় ধরা পড়েছে। যার ফলে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই আসন্ন জিম্বাবুয়ে সফরেও অনিশ্চিত হয়ে গেলেন শাদাব।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন শাদাব। এর আগে পেশির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ মিস করেছিলেন শাদাব খান।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জিতেছিলে সফরকারী পাকিস্তান। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়ারা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে দুই দলের জন্য হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে।
-নট আউট/টিএ