স্পেশাল করেসপন্ডেন্টঃ সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিরুদ্ধে দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল প্রোটিয়া নারী দল। ৫৭ রানের ওপেনিং জুটিতে তাদের শুরুটা ভালোই ছিল। কিন্তু সেই ভিত কাজে লাগিয়ে স্কোর বড় করতে পারেনি তারা। ওপেনার আন্দ্রে স্টেইন ৮০ রানের ইনিংস খেলেছেন। বস্ক ৪২, সিয়ারলে ১৯, টান্নিক্লিফ ১৫, জোন্স অপরাজিত ১৬ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার, রিতু মনি ৩টি করে, সালমা খাতুন ১টি উইকেট পান।
জবাবে ৪৫.৩ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল। ৮২ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মুর্শিদা ২১, শামীমা ৭, পিংকি ১৫ রান করে আউট হন। পরে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অভিজ্ঞ জ্যোতি ও রুমানা। তারা অবিচ্ছিন্ন ১১৫ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। অধিনায়ক জ্যোতি খেলেন ক্যাপ্টেনস নক। ১৩৫ বলে ১১টি চারে অপরাজিত ১০১ রান করেন তিনি। রুমানা অপরাজিত ৪৫ রান করেন।
-নট আউট/এমজেএ