08/19/2022 ‘২৪ বলে ২৪ উইকেট’ নেওয়ার ক্ষমতা আছে রশিদ খানের: শাদাব
নট আউট ডেস্ক
২৭ জুলাই ২০২২ ২০:৪৯
নট আউট ডেস্কঃ কোন যুক্তি তর্ক ছাড়াই, বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার আফগান তারকা রশিদ খান। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানেই অবাদ বিচরণ রয়েছে তাঁর। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো এই আফগান তারকা বরাবরই থাকেন আলোচনায়। তাছাড়া রশিদ খানের গুগলি সামলাতে দ্বিধায় পড়েনি, বর্তমান ক্রিকেটে এমন ব্যাটার খুঁজে পাওয়া হবে মুশকিলের।
এবার রশিদকে নিয়ে রীতিমতো প্রশংসায় মাতলেন পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খান। সম্প্রতি পাকিস্তানের সংবাদ সংস্থা জিও টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে শাদাব জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ২৪ বলের স্পেলে ২৪টাতেই উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে রশিদ খানের। এছাড়া নিজে দুর্দান্ত লেগ স্পিনার হওয়া সত্বেও, লেগ স্পিনার হিসেবে রশিদ খান ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাই প্রিয় শাদাব খানের কাছে।
জিও টিভিতে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেন, ‘আফগানিস্তানের রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আমার প্রিয় লেগ স্পিনার। রশিদ খান এতটাই প্রতিভাবান লেগস্পিনার যে, একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলের স্পেলে ২৪ উইকেট নেওয়ার ক্ষমতা আছে তার। রশিদ খানের হাত থেকে বল বের হলে সেটা খেলা খুব কঠিন।’
রশিদকে নিয়ে শাদাবের এমন উচ্ছ্বাস অবশ্য, কথা বলে রশিদ খানের পরিসংখ্যানও। এখন পর্যন্ত আফগান জার্সিতে ৬১ টি-টোয়েন্টি খেলা রশিদের উইকেট সংখ্যা ১০৯টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর দিলেও, রশিদ খানের পরিসংখ্যানও কপালে উঠার মতো৷ স্বীকৃত ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩৬ ম্যাচে রশিদ খানের উইকেট সংখ্যা ৪৬৬টি।
-নট আউট/টিএ